প্রধান শিক্ষক
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
উরদিঘী উচ্চ বিদ্যালয় অত্র এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এ স্কুলর শিক্ষার্থী বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে কর্মরত আছে। স্কুলর শিক্ষার্থীরা বিভিন্ন পরিক্ষায় চমৎকার ফলাফল করছে। সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্কুলর সুনাম অর্জনে সর্বাত্মক চেষ্টা করছেন। আমি স্কুলটির সার্বিক কল্যাণ কামনা করি।
মোঃ শামছুজ্জামান
প্রধান শিক্ষক
ইনস্টিটিউট তথ্য
গ্যালারী
একাডেমিক তথ্য
বর্তমান কমিটির তালিকা
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|---|---|
| জনাব মোঃ কিবরিয়া শিপন ভুইয়া | সভাপতি | সভাপতি |
| জনাব মোঃ শামছুজ্জামান | শিক্ষক প্রতিনিধি | সদস্য সচিব |
| জনাব মো:জাহান ভুইয়া | অভিভাবক সদস্য | সদস্য |
| জনাব মো এরশাদুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | সদস্য |

English